সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৫ জানুয়ারি: দ্রুত গতিতে আসা এক ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মোটর বাইক আরোহীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার নকপুল এলাকায়। পুলিশের ভয়ে ট্রাকটির গতি বেশি ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারদের। মৃত ওই বাইক আরোহীর সুদর্শন সেন (১৮)। বেড়্গুম এলাকার বাসিন্দা।
স্থানীয় সুত্রের খবর, দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক বাইক আরোহী সুদর্শনকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে বাইক নিয়ে ছিটকে পড়ে যায় সুদর্শন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে হাবড়া হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর জানাজনি হতেই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
স্থানীয় বাসিন্দারদের অভিযোগ, এই রাস্তা দিয়ে যে ভাবে ট্রাক দ্রুত গতিতে যাতায়াত করে তাতে এরকম দুর্ঘটনা হওয়াটা স্বাভাবিক। এর কারণ পুলিশের জুলুমবাজি। লোড আনলোড গাড়ি দেখলেই দাঁড় করিয়ে টাকা আদায় করে। অভিযোগ, মাঝে মধ্যেই গোবরডসঙ্গা থানার দুটি গাড়ি কাছারি বাড়িতে দাঁড়িয়ে থাকে এই সব ওভার লোড পাথর বোঝাই গাড়ি এবং ওভার লোড বালি, মাটি প্রভৃতি গাড়ি থেকে প্রচুর টাকা তোলে। সেই কারণেই ট্রাক চালকরা পুলিশের জুলুমবাজির হাত থেকে রেহাই পেতে গাড়ির গতিবেগ বারিয়ে দেয়। আর সেই কারণেই দিনের পর দিন দুর্ঘটনা ঘটছে। এলকার অধিক অংশ মানুষের ক্ষোভ পুলিশের উপর।