পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণার পরেই গোটা ঘাটালজুড়ে যেন উৎসবের আমেজ। আম জনতা সকলেই খুশি। একে অপরকে মিষ্টি খাইয়ে মিষ্টিমুখ করতে দেখা যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে মিছিল বের করা হয়।
বুধবার সন্ধ্যায় ঘাটাল শহরে তৃণমূলের পক্ষ থেকেও মিছিল হয়। কয়েকশো মানুষ এতে অংশ নেন। লাড্ডু বিলি করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত, ব্লক সভাপতি দিলীপ মাজি, বিকাশ কর।