Ghatal, Master Plan, রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ, মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিক্রিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: বহু প্রতিক্ষীত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা রোধের প্রকল্প ঘাটাল মাস্টার প্লানে বুধবার রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়। তার পরিপ্রেক্ষিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। পাশাপাশি এই ধরনের মেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন।

নারায়ণবাবু বলেন, আগামী বর্ষার পূর্বেই শিলাবতী নদীর নিম্নাংশ খনন সহ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের কাজের শ্বেতপত্র প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এছাড়াও আমাদের কমিটির প্রতিনিধি সহ ব্লক, মহকুমা ও জেলা স্তরে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠনের দাবি জানান নারায়ণবাবু। তবে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করায় আশার আলো দেখছেন ঘাটাল মহকুমার বানভাসি এলাকার মানুষজন। তাদের আশা এবার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। মানুষ বন্যার হাত থেকে মুক্তি পাবে। তাই ঘাটালের বানভাসি এলাকার বাসিন্দারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *