পটাশপুরে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি ও ভাঙ্গচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ ডিসেম্বর: তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি ও ভাঙ্গচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে পটাশপুর ১ নং ব্লকের বড়হাট অঞ্চলের কাটরংকা গ্রামে। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী এসে তৃণমূলের পার্টি অফিসের উপরে বোমাবাজি করে ও ভাঙ্গচুর করে। পার্টি অফিসের ভেতরে থাকা টিভি সেটটি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। পার্টি অফিসের ভেতরে থাকা আলমারি থেকে কুড়ি হাজার নগদ টাকা চুরি করে নিয়ে গিয়েছে। তৃণমূলের দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টে বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের কর্মীরা পার্টি অফিসের মধ্যে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিল। সেখানে নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙ্গচুর করে মিথ্যা অভিযোগ বিজেপির ওপর চাপাছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হয়েছে। এর মধ্যে বিজেপি কর্মীরা কোনোও ভাবেই জড়িত নয়। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই মিথ্যা অভিযোগ দিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এই ঘটনায় দুইজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পটাশপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *