আমাদের ভারত, ১১ ফেব্রুয়ারি: এআই- এর ফলে চাকরি কমবে না। তবে চাকরির ধরন বদলে যাবে। নতুন নতুন কাজের সৃষ্টি হবে। প্যারিসে আয়োজিত এআই অ্যাকশন সামিটে অংশগ্রহণ করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সম্মেলনে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ডেভলপমেন্ট নিয়ন্ত্রণ ও মানুষের কাজ শেখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা।
এআই- এর কারণে কর্মসংস্থান হারানোর আশঙ্কা করছেন অনেকেই, এ বিষয়ে মোদি বলেন, প্রযুক্তির কারণে কাজ কমে না, তবে তার গতিপ্রকৃতি কিছুটা বদলায়। নতুন ধরনের কর্মসংস্থান তৈরি হয়। তিনি জানান, এআই চালিত ভবিষ্যতের জন্য সাধারণ মানুষকে তৈরি হতে হবে। তাই এই সংক্রান্ত পঠন- পাঠনে বিনিয়োগ করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী এআই- এর পক্ষপাত দুষ্টু ডেটা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যারা জানেন না তাদের জন্য বলি, এআইএ ডেটা মানেই তা বেদবাক্য এমনটা ভাবার কোনো কারণ নেই। কোনো কারণে এআই কোনো নির্দিষ্ট পক্ষপাত দুষ্টু উত্তরও দিতে পারে। সেই বিষয়টি নিয়ে সতর্কতা প্রয়োজন বলেই উল্লেখ করেন মোদী। তিনি বলেন, নিরপেক্ষ উচ্চ মানের ডেটা সেট তৈরি করতে হবে। প্রযুক্তিকে গণতান্ত্রিক করতে হবে এবং মানুষের স্বার্থে অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে।
এআই- এর প্রভাব সম্পর্কে মোদী বলেন, এআই আমাদের রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা ও সমাজকে এক নয়া রূপে রূপান্তরিত করছে। এতে মানুষ সভ্যতার কোড লিখছে। তবে অন্যান্য প্রযুক্তিগত পরিবর্তনের তুলনায় এটি অনেকটাই আলাদা। এই এআই- এর দ্রুত ডেভেলপমেন্ট এবং বিশ্ব ম্যাপে একত্রে এ বিষয়ে কাজের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
এআই -এর ইতিবাচক দিক নিয়েও আলোচনা করেন তিনি। মোদী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে এআই বিপ্লব আনতে পারে। এটি দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যকে বাস্তবায়িত করতে সাহায্য করতে পারে।
তবে সাইবার নিরাপত্তা ও বিভ্রান্তিমূলক তথ্যের ঝুঁকি নিয়ে তিনি বলেন, এই এআই- এর কারণে সাইবার সিকিউরিটির ক্ষতি বা ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আমাদের এই বিষয়ে পর্যাপ্ত সতর্কতায় নজর দিতে হবে।
এআই- এর পরিবেশগত প্রভাব নিয়ে তিনি বলেন, এআই- এর এত বেশি পাওয়ার কনজামশন করা সত্যিই একটি ভাবার মতো বিষয়। এরজন্য আমাদের কোনো সবুজ শক্তির ব্যবহার করা যায় কিনা তা নিয়ে ভাবতে হবে।
শেষে ভারতের ডিজিটাল পরিকাঠামোর সাফল্যের বিষয়টিও তুলে ধরেন তিনি। মোদী বলেন, ভারতে ১.৪ বিলিয়ন মানুষের জন্য স্বল্প ব্যয়ে ওপেন এবং এক্সসেবল ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে। এআইকে মানব কল্যাণের কাজে লাগানো প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি।