Agnimitra Paul, BJP, পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: ভোট পরবর্তী হিংসায় সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে আক্রান্ত হতে হচ্ছে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের। প্রতিদিন কোথাও না কোথাও বিরোধী দলের নেতা- কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বা ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। আজ শনিবার বিকেলেও মকরামপুর, নাড়ায়ণগড়, কেশিয়াড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর শুনে রওনা দেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মেদিনীপুর লোকসভার অন্তর্গত মকরামপুরে তৃণমূলের গুন্ডাবাহিনীর দ্বারা আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার খোঁজ নিলাম এবং সবরকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিলাম। ভারতীয় জনতা পার্টি সর্বদা কর্মীদের পাশে ছিল, আছে ও থাকবে। আগামী নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই আরোও তীব্রতর হবে।”

তিনি বলেন, “আগামী দু’মাস আমি মেদিনীপুরেই থাকব। ভবিষ্যতেও এখানকার কর্মীদের পাশে থাকব। আসানসোলের মানুষের পাশেও আছি, মেদিনীপুরের আক্রান্ত কর্মীদের পাশেও থাকব।”

প্রসঙ্গত, জেলাজুড়ে বিজেপি কর্মীরা শাসক দলের হাতে মার খেয়ে বা শাসানিতে ভয় পেয়ে ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ। মেদিনীপুর শহরের জেলা কার্যালয়েই প্রায় ৪০-৫০ জন ঘরছাড়া কর্মী আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, “এটা ঠিক যে আমরা অনেক লড়াই করেও মাত্র ২৭ হাজার ভোটে হেরে গেছি। হয়তো আমরা সমস্ত মানুষকে, বিশেষত মহিলাদের বোঝাতে পারিনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ বিক্রি করে দেবেন না। এই ভোট সারা দেশের উন্নয়নের ভোট, নিরাপত্তার ভোট। তবে, এটাও ঠিক, মেদিনীপুর সদর, খড়্গপুর শহর, এগরা সহ অনেক এলাকার মানুষই সবদিক বিবেচনা করে ভোট দিয়েছিলেন। সেজন্যই আমরা প্রায় ৬ লক্ষ ৭৫ হাজার ভোট পেয়েছি। লড়াই চলবে। আগামী দিনে এই আসন পুনরায় আমরা উদ্ধার করব। আর, কর্মীদের পাশে সবসময়ই আমি আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *