সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ফেব্রুয়ারি: রাজ্যজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা ও স্বাস্থ্য পরিষেবায় সিন্ডিকেট রাজের প্রতিবাদে ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ সিপিআই(এম) দলের বড়জোড়া এরিয়া কমিটির উদ্যোগে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয়। বড়জোড়ার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী ও দলের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরীর নেতৃত্বে হাতে স্যালাইনের বোতল ও পোস্টার নিয়ে একটি মিছিল হাসপাতালের সামনে গিয়ে বসে পড়ে। হাসপাতালের পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কায় পুলিশ তাদের গেটের সামনে থেকে সরিয়ে দেয়। তারপর তারা রাস্তার পাশে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে।
প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তীর অভিযোগ, বড়জোড়া থেকে তিনি ২০১৬ সালে নির্বাচিত হয়েছিলেন। পদাধিকার বলে তার সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার কথা। কিন্তু তিনি বিরোধী বলেই তৃণমূল তাদের এক ব্লক সভাপতিকে চেয়ারম্যান করে। পরে তিনি বিধায়ক হয়ে ওই পদেই রয়েছেন। তাই এই হাসপাতালের অব্যবস্থার জন্য তিনি দায় এড়াতে পারেন না। তিনি বলেন, রাজ্যজুড়ে ছত্রাক যুক্ত স্যালাইন, জাল ওষুধ সরবরাহ, স্বাস্থ্য দপ্তরে সিন্ডিকেট রাজ চলছে। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল তার ব্যতিক্রম নয়। দলের নেতা সুজয় চৌধুরীর অভিযোগ, ৩০০টি জাল ওষুধ রাজ্যের হাসপাতালগুলিতে সরবরাহ হয়েছে বলে আশঙ্কা করছি। সে বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান তারা।
সুজয় চৌধুরী বলেন, বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগে ব্যাপক স্বজনপোষণ হয়েছে, দামি দামি যন্ত্রপাতি এসে পড়ে আছে। টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর অভাবে তা চালু হচ্ছে না। স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল দশার মাথায় আছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাই স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা পথে নেমেছেন।