২৪ ঘন্টায় ফের ৪৩৫ করোনা পজিটিভ! মৃত ১৭ জনে পেরোল ৩০০ মৃত্যু, সুস্থ ২০৭

রাজেন রায়, কলকাতা, ৬ জুন: লাগাতার দ্বিতীয় দিন ৪০০ আক্রান্তের সংখ্যা পেরোল রাজ্য। একই সঙ্গে একই দিনে ১৭ জনের মৃত্যু হওয়ায় সরকারি হিসেবেই মৃত্যু বেড়ে দাঁড়াল ৩১১ জনে। তবে এদিনও করোনা সংক্রমণহীন থেকে ১৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে রেকর্ড করেছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর।

ফের ২৪ ঘন্টায় ৪৩৫ জন করোনা পজিটিভে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৭৩৮। আরও ১৭ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ৩১১ জনের। অন্যদিকে, করোনা আক্রান্ত থেকে অন্য উপসর্গে ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে রাজ্যে মোট মৃত্যু ৩৮৩ জনের। ২৪ ঘন্টায় আরও ২০৭ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৩১১৯ জন। তার মধ্যে একজনও সংক্রমণ না পেয়ে ১৩ জন হাসপাতাল থেকে ছেড়েছে দক্ষিণ দিনাজপুর। আর তার কারণেই সুস্থ হওয়ার হার বেড়ে ৪০.৩০ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৪২৩৬ জন। তার মধ্যে এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ২১১ জনের।

বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৪২ টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ২৬১২৮৮ জনের। তার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯৭৭১ জনের।

সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২২৬৬৯ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৬৩৪৫০ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫২১৭৩ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৪৯৮৩ জনকে। শ্রমিক স্পেশাল ট্রেন ফেরত পরিযায়ী শ্রমিকদের তথ্যে জানানো হয়েছে, ১১৭১৬টি কোয়ারেন্টাইন সেন্টারে ১৩৯৪৮৮ জন শ্রমিককে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। করোনা পরীক্ষা করে সুস্থ দেখে ৬৫৮৪৭ জন শ্রমিককে কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, কলকাতায় এদিন ৯৪ আক্রান্তের সংখ্যা বাড়ায় মোট সংক্রমণ ২৬৮৪ জনের। এদিন কলকাতায় আরও ৯ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ২৪৭ জনের। এর পরেই হাওড়ায় ৫৬ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ১৩৮২ জনের। এখানে আরও ১ জনের মৃত্যু হওয়ায় এই জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে হল ৪৭ জন। উত্তর ২৪ পরগনায় ৬০ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ১০৩৫ জনের। এখানে আরও ৪ জনের মৃত্যু হওয়ায় এই জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে হল ৫৩ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৮ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ২৫১ জনের। এখানে আরও ১ জনের মৃত্যু হওয়ায় এই জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে হল ৯ জন। এছাড়া এদিন নদিয়া জেলায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম ছাড়া সংক্রমণ বেড়েছে বাকি সব ক’টি জেলাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *