তমলুকের কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন এসইউসিআই দলের নেতা ও কর্মীরা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ জুন: তমলুক ও পার্শ্ববর্তী কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিলেন এবং তাদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলেন এসইউসিআই দলের নেতা ও কর্মীরা।

লকডাউনের দরুন কাজ হারিয়ে প্রায় দুই থেকে আড়াই মাস দেশের নানান প্রান্তিক পরিযায়ী শ্রমিকরা আটকে থাকার পর বাড়ি ফিরেছে অনেকে। বাড়ি ফেরার পরেও তারা স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে বাধ্য হয়েছে। তাদের এই দূরবস্থা দেখতে গতকাল ও আজ এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিনিধিরা ১৫টি কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করে। তমলুক শহর এবং পার্শ্ববর্তী এলাকার কিয়াখালি, আমগেছ্যা, গোবিন্দপুর, বহিচাড়, নিশ্চিন্তবসান, নকিবসান, শ্রীরামপুর, ভুবনকালুয়া গ্রামের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা দেড় শতাধিক পরিযায়ী শ্রমিকদের সাথে সাক্ষাৎ করে এসইউসিআই দলের নেতা ও কর্মীরা। সাথে স্যানিটাইজার, মাস্ক, কিছু খাদ্যদ্রব্য বিলি করে
এসইউসিআই দলের প্রতিনিধিরা।

এই প্রতিনিধি দলে ছিলেন তমলুক লোকাল কমিটির সম্পাদক প্রণব মাইতি, জেলা কমিটির সদস্য জ্ঞাণানন্দ রায়, চিন্ময় ঘোড়াই, শিক্ষক শম্ভু মান্না, সূর্য চক্রবর্তী প্রমুখ। প্রণব বাবু বলেন, আমরা আজ তমলুক শহরের দুটি এবং শহর পার্শ্ববর্তী ১৫টি কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে পরিযায়ী শ্রমিকদের সাথে তাদের দূরবস্থার কথা জানতে পারি। তাদের নিয়ে আগামী দিন সংগঠিত করে কাজের দাবিতে আন্দোলনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা এঁদের হাতে একটি করে মাস্ক, স্যানিটাইজার এবং কিছু খাদ্য সামগ্রী বিলি দিয়েছি। কোয়েন্টাইন সেন্টারে থাকার যে সমস্যা, তা নিয়ে প্রশাসনের সঙ্গেও আমরা কথা বলব।
পরিযায়ী শ্রমিকদের এই দুর্দিনে প্রতিনিধিদলের সাক্ষাতে তাঁরা আনন্দিত বলে জানালেন প্রণব মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *