আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জুন: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক জিতেছেন। তবে এই নির্বাচনে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের চেয়ে এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি। ভাটপাড়ায় তৃণমূলের পরাজয়ের কারণ খুঁজতে কমিটি গঠন করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
তিনি বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভাটপাড়া আসন জেতা। দল ভাটপাড়ায় নিজেদের দুর্বলতা খুঁজে বের করবে। তার জন্য বুথ স্তরে বৈঠক করবেন তৃণমূল নেতৃত্ব।