সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৪ জুন: মোবাইল হয় চুরি হয়ে গিয়েছিল, নয় তো গিয়েছিল হারিয়ে। এমন প্রায় ৩০টি মোবাইল উদ্ধার করেছিল পুলিশ। এমনই ৩০টি মোবাইল তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল উত্তর ২৪ পরগনার মছলন্দপুর ফাঁড়ির তদন্তকারী ওসি বিপ্লব সরকার। পুলিশ ফাঁড়িতেই এক অনুষ্ঠানে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। ওই মোবাইলগুলির অনেকগুলো আবার ভিন্রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে। এদিন মোবাইলগুলি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস।
পুলিশের দাবি, মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের হলে তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেগুলিকে ‘ট্র্যাক’ করে খুঁজে বার করার প্রক্রিয়া শুরু হয়। এসডিপিও প্রসেনজিৎ দাস লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মছলন্দপুরের পুলিশ আধিকারিক বিপ্লব সরকার নিজে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন। পরবর্তীতে একের পর এক উদ্ধার হয় মোবাইল ফোন। ফোন করা হয় মোবাইল মালিকদের। ফোনের মালিকদের একত্রিত করে মছলন্দপুর তদন্ত কেন্দ্র থেকে ফোনের মালিকদের হাতে ফোন তুলে দেওয়া হয়। এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে মছলন্দপুর ফাঁড়ির পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইল ফোনের মালিকরা।