পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: পাঁশকুড়া পৌরসভা এলাকায় তীব্র পানীয় জলসঙ্কট সমস্যার সমাধানের দাবিতে পাঁশকুড়া পৌরসভা অফিসে আজ ‘বস্তি উন্নয়ন কমিটি’র পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয় বস্তিবাসীরা।
নারান্দা ওভারহেড ট্যাাঙ্ক থেকে যে জল ১নং, ২নং, ৩নং ও ৫ নং ওয়ার্ডে সরবরাহ করা হতো, তা প্রায় এক মাস ধরে বন্ধ রাখা হয়েছে। এর ফলে এলাকায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে মেদিনীপুর ক্যানেলের উভয় পাশে যে সকল গরিব মানুষ বসবাস করেন, যাদের দিন মজুরির কাজ করে সংসার চলে, তাদের নির্দিষ্ট সময়ে জল না পাওয়ার ফলে এই গরমে সঙ্কট অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। একাধিকবার পৌরসভায় জানানো সত্বেও তার কোনো সমাধান হয়নি। ফলে আজ প্রায় দুই শতাধিক মহিলা সহ বস্তবাসী ও পৌর নাগরিক পাঁশকুড়া পৌরসভা অফিসে বিক্ষোভ দেখান ও চেয়ারম্যানকে ডেপুটেশন দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির সম্পাদক কার্তিক বর্মন, দীপঙ্কর মাইতি, সিক্তা মাজি প্রমুখ। চেয়ারম্যান অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।