CPM, campaign, “Chal Phot”, টুম্পার পর এবার সিপিএমের প্রচারে নয়া চমক, “চল ফোট” র‍্যাপ নিয়ে প্রচারে ঝড় তুলতে মরিয়া বামেরা

আমাদের ভারত, ২ মে: টুম্পা কে মনে পড়ে? ২০২১- এ বিধানসভা ভোটের আগে সিপিআইএমের প্রচারের চমক ছিল টুম্পা। একটি জনপ্রিয় বাংলা গানের প্যারোডি ও গানের মূল চরিত্র টুম্পাকে অনুকরণ করে গান বেঁধেছিল একদল বাম মনোভাবাপন্ন যুবক। কিন্তু এবার আরও একধাপ এগিয়ে ভোট প্রচারে সিপিএমের বড় চমক র‍্যাপ। অর্ক মুখার্জির “চল ফোট” র‍্যাপ নিয়ে প্রচারে ঝড় তুলতে চলেছে বামেরা।

বার বার বামেদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা নতুন প্রজন্মের নার্ভ ধরতে পারছে না। যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না। কিন্তু অভিযোগ মিটিয়ে দিয়েছিল টুম্পা প্যারোডি। “তোকে নিয়ে ভোট দেব টুম্পা, বুক চিতিয়ে ভোট দেব টুম্পা, লালে লাল বাংলা হবে টুম্পা” ভোটের ফলাফল আশানুরূপ না হলেও এই গান মাতিয়েছিল দার্জিলিং থেকে দিঘা।

সেভাবেই ২০২৪- এ ফের চমক সিপিআইএমের। গ্রাম বাংলার টুম্পা থেকে এবারে লাফ সরাসরি র‍্যাপ- এ। লাল পার্টির প্রচারে এবার নতুন চমক র‍্যাপ আঙ্গিকে গান” চল ফোট্”। অর্ক মুখার্জির এই নতুন গানে চোর দাঙ্গাবাজদের চল ফোট্ ডাক দিল সিপিআইএম। গানটি লিখেছেন জয়রাজ ভট্টাচার্য এবং কোরিওগ্রাফি শ্রাবন্তী ভট্টাচার্য। একদল যুবক যুবতীর উন্মাদনায় গানটি আলাদা মাত্রা পেয়েছে। একই সঙ্গে গানটি শুনতেও বেশ। টুম্পার গানে মানুষ মাতলেও ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায়নি। এবার দেখা যাক, সিপিআইএমের প্রচারে কতটা উন্মাদনা আনতে পারে “চল ফোট্” আর কতটা ভোট বাক্সে তার প্রতিফলন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *