আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২ মে: পানীয় জলের দাবিতে হাঁড়ি বালতি নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বিজেপি। পরে বিডিওর আশ্বাসে ফিরে যান আন্দোলনকারীরা। তারা হলেন বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের আখিরা, রামরামপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ, কুসুম্বা অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে পানীয় জলের অভাব দীর্ঘদিনের। গরম বাড়ার সঙ্গে সঙ্গে পানীয় জলের অভাব সংকটজনক অবস্থায় পরিণত হয়েছে। অথচ কুসুম্বা গ্রামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। একই পঞ্চায়েতের চাকাইপুর গ্রাম মমতার জন্মভূমি। অথচ এই গ্রামেই পানীয় জলের অভাব। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে কুসুম্বা অঞ্চলে খোদ মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের বউ পম্পা মুখোপাধ্যায় বিজেপির কাছে পরাজিত হয়েছেন। অভিযোগ, সেই কারণেই ইচ্ছাকৃতভাবে পানীয় জলের সমস্যা জিইয়ে রাখা হয়েছে।
আখিরা গ্রামের বাসিন্দা বিউটি লেট বলেন, “পুকুর শুকিয়ে গিয়েছে। আমাদের এলাকায় একটি পানীয় জলের টাইমকল থাকলেও সেখান থেকে সব সময় পানীয় জল মেলে না। ফলে দূরদূরান্ত থেকে পানীয় জল আনতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। কারণ সেখানেও লম্বা লাইন”।
এদিনের আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে। বিজেপির মনোজ লেট বলেন, “কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে বিজেপির আট জন সদস্য রয়েছেন। ওই সমস্ত গ্রামে পানীয় জলের চরম সমস্যা রয়েছে। আমরা এর আগেও পানীয় জলের সমস্যার কথা বিডিওকে জানিয়েছিলাম। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই এদিন মহিলাদের সঙ্গে নিয়ে এসেছিলাম। বিডিও আশ্বাস দিলেন। দেখা যাক কী হয়”।
বিডিও অঙ্কুর মিত্র বলেন, “গ্রামবাসীরা আমার কাছে লিখিতভাবে পানীয় জলের সমস্যার কথা জানিয়েছেন। আমি চেষ্টা করব যাতে গ্রামবাসীরা পানীয় জল পান”।