আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৮ সেপ্টেম্বর:
রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ আচমকাই আগুন লাগে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ঘুটিয়ারি শরিফ স্টেশনের ১নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি চায়ের দোকানে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। স্টেশন চত্বরেও আগুনের ছড়িয়ে পরে। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় স্টেশনে। মানুষজন ছোটাছুটি শুরু করে দেন। ভয়াবহ আগুনের জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়েই ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ, রেল পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। সেই দোকানেই কার্টুন, কাঠ সবই মজুত করা ছিল। এই স্টেশন ও দোকান লাগোয়া এলাকায় প্রচুর আবর্জনাও জমে রয়েছে। কোনোভাবে সেই আবর্জনাতে বিড়ি বা সিগারেটের আগুন ফেলে কেউ। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে দোকানে। চায়ের দোকানের কার্টুনে আগুন লাগতেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতেও। ঘটনার জেরে স্টেশনে থাকা মানুষজন ও অন্যান্য দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। একদিকে যেমন আশপাশের দোকানগুলিকে সরানোর চেষ্টা শুরু হয়ে যায়, তেমনি অন্যদিকে স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায়। দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আপ ও ডাউন লাইনে শুরু হয় ট্রেন চলাচল।
রেল দফতর সূত্রের খবর, এই অগ্নিকান্ডের জেরে ক্যানিং শাখার দুটি ট্রেন বাতিল করা হয়। অন্য দুটি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়। রেলের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, স্টেশন চত্বরে থাকা চায়ের দোকানের কোনো অনুমতি ছিল না এবং এই অগ্নিকান্ডের জেরে যাত্রীদের নিরাপত্তার কারণেই ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। তবে ঘটনার জেরে স্টেশন লাগোয়া ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি রেল পুলিশের। কিভাবে বেআইনি উপায়ে এই দোকানগুলি স্টেশন চত্বরে গড়ে উঠেছিল ক্ষতিয়ে দেখছে রেল পুলিশ।