Arindam Sheel, Directors Guild, ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড পরিচালক অরিন্দম শীল

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হল পরিচালক অরিন্দম শীলকে। শোনা যাচ্ছে, যৌন হেনস্তার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাঠানো হয়েছে নোটিস। 

নিম্নলিখিত সাসপেনশন নোটিশটি ডিরেক্টর্স গিল্ডের তরফে অরিন্দমবাবুকে (সদস্য সংখ্যা: ১৯৩) এদিন মেল ​​করা হয়। তাতে লেখা হয়েছে, আপনার বিরুদ্ধে করা কিছু অভিযোগের কারণে, এবং আমাদের কাছে প্রাথমিক প্রমাণ রয়েছে, যা গভীর উদ্বেগের বিষয় এবং সমগ্র সংস্থার জন্য ক্ষতিকর। গিল্ড আপনাকে অভিযোগগুলি পরিষ্কার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সদস্যপদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি অবিলম্বে কার্যকর হচ্ছে। আপনার বিশ্বস্ত, সুব্রত সেন (গিল্ডের সভাপতি) এবং সুদেষ্ণা রায় (গিল্ডের সম্পাদক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *