পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: সম্প্রতি রাজ্য বাজেটে ব্যাপক মদ বিক্রি বাড়িয়ে রাজস্ব আদায়ের সর্বনাশা পরিকল্পনার প্রতিবাদে আজ যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এ আই ডি ওয়াই ও) এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন(এ আই এম এস এস)- এর পক্ষ থেকে তমলুক শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শুরু হয় হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এবং শেষ হয় মাণিকতলা মোড়ের মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। নেতৃত্ব দেন মহিলা সংগঠনের পক্ষে জেলা সম্পাদিকা প্রতিমা জানা, সভাপতি সিক্তা মাজী, যুব সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য স্নেহলতা সাউ ও জেলা সভাপতি মঞ্জুশ্রী মাইতি প্রমিখ।
সংগঠনগুলির তরফে অভিযোগ করা হয়, রাজ্য সরকার মদের প্রসার ঘটিয়ে ছাত্র-যুবদের নৈতিক মান ধ্বংস করতে চাইছে। অন্যান্য রাজ্যের মত অবিলম্বে মদ নিষিদ্ধকরণের দাবি করা হয়।