পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: দা দিয়ে স্ত্রীকে কোপ মেরে আত্মহত্যার চেষ্টা যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর চৌকনের কেনেলপাড় বস্তি এলাকায়।
জানা যায়, গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যাওয়ার সময় স্ত্রী ও স্বামীর মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা। এরপর ভোরের দিকে ওই যুবক দা দিয়ে তার স্ত্রীর গলায় এবং পেটে কোপ মারে এবং নিজে আত্মহত্যার চেষ্টা করে। চিৎকার চেঁচামেচিতে ছুটে যায় পাড়া-প্রতিবেশীরা। তারা দরজা খুলে উদ্ধার করে ওই মহিলাকে। ওই যুবককে গাছে বেঁধে রাখেন এলাকার মানুষজন। তড়িঘড়ি আহত মহিলাকে চিকিৎসার জন্য পাঠায় হাসপাতালে। পরে পাড়ার লোকজন খবর দেয় রামজীবনপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে আটক করে ওই মহিলার স্বামীকে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।
জানা যায়, আহত মহিলার নাম পারভিনা বিবি, তার স্বামীর নাম শহিদুল মল্লিক। স্থানীয়দের প্রাথমিক অনুমান ওই যুবক প্রতিদিনই নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি আসত এবং গতকালও একই অবস্থায় বাড়ি এসে তার স্ত্রীর সঙ্গে বচসা শুরু হলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অনুমান।