পেট্রোপণ্য ইস্যুতে জানুয়ারি মাসেই তিন দিনের বাস ধর্মঘটের ডাক পশ্চিমবঙ্গে

রাজেন রায়, কলকাতা, ১৯ জানুয়ারি: প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বাড়ছে। আর তার জেরে পেট্রোল আর ডিজেল প্রতিদিন রেকর্ড গড়ছে। এবার এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি রুখতে একজোট হলেন এ রাজ্যের বেসরকারি বাস মালিকদের সংগঠন। এদিন তাঁরা বৈঠক করে সিদ্ধান্ত নেন যে আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি তাঁরা এই রাজ্যে বাস ধর্মঘট করবেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেবেন পেট্রোপণ্যের ওপর জিএসটি বসাতে আর রাজ্য সরকারকে প্রস্তাব দেবেন যাত্রীভাড়া পুনর্বিন্যাস করতে।

প্রসঙ্গত, লকডাউনের পর থেকে বহুদিন ধরেই যাত্রীভাড়া বিন্যাস করেনি রাজ্য প্রশাসন। তার ফলে যে কোনও রুটে যেমন খুশি ভাড়া নেওয়া শুরু করেছে বাস কন্ডাক্টররা। পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে তারা ভাড়া কমাতে পারছেন না। ফলে কার্যত থমকাতে চলেছে রাজ্যের বেসরকারি বাস পরিষেবা। ভোগান্তি ও হয়রানির মুখে পড়তে চলেছেন রাজ্যবাসী।

যদি এই দুই দাবি মানা না হয় তাহলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন। এদিন এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে চিন্তায় পড়েছেন নিত্যযাত্রীদের পাশাপাশি আমজনতাও। কারন বাস না চললে তাঁরা কর্মক্ষেত্রে যেতে অসুবিধার সম্মুখীন হবেন। লকডাউনের জেরে এমনিতেই ধাক্কা লেগেছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের রুটিরুজিতে। এবার আবারও ৩ দিনের জন্য বেসরকারি বাস বন্ধ থাকলে কিছুটা হলেও তাঁদেরই সমস্যায় পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *