নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ জানুয়ারি:
ফের বাংলায় ৩৬৫ ধারা জারির দাবিতে সরব হলেন মুকুল রায়। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।
ভোট যত এগিয়ে আসছে রাজ্যের আইন শৃঙ্খলার ততো অবনতি হচ্ছে। সোমবার খাস কলকাতাতেই বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে। আজ খেজুরিতে কি হয়েছে তাও দেখেছেন সাধারণ মানুষ। রাজ্যে বিরোধীরা সভা-সমিতি করলে শাসকদল হামলা চালাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে রাজ্যের আইন শৃঙ্খলার হাল আরও খারাপ হবে বলে অভিযোগ করেন মুকুল রায়। পাশাপাশি আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সুষ্ঠুভাবে নির্বাচন করতেই কমিশনের কর্তারা আসছেন। আর তার আগেই মুকুল রায় রাজ্যপালের দ্বারস্থ হলেন। গত দু’দিন ধরে বিজেপির মিছিলে ক্রমাগত হামলা হচ্ছে, এমন অভিযোগ নিয়েই জগদীপ ধনকরের দ্বারস্থ হয়েছেন মুকুল রায়। সুস্থ ও অবাধ ভোট করাতে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি হওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি।