বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই মঙ্গল সন্ধ্যায় দিল্লি গেলেন মুখ্য ও স্বরাষ্ট্র সচিবের

রাজেন রায়, কলকাতা, ১৯ জানুয়ারি: পূর্বঘোষণা মত বুধবার রাজ্যে আসছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশনের ফুল বেঞ্চ। ওই দলে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা-সহ কমিশনের আরও দুই কর্তা সুশীল চন্দ্র এবং রাজীব কুমার। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি গেলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে পার করতে বুধবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠকে যোগ দিতেই এই দিল্লি যাত্রা বলে নবান্ন সূত্রের খবর।

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফর দু’টি ভাগে ভাগ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্য কলকাতার একটি হোটেলে প্রথমে বৈঠক হবে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে। পরে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, আইজি, কমিশনার-সহ পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা হবে। ইতিমধ্যেই মঙ্গলবার রাজ্য সরকার দুই আধিকারিককে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সহযোগী হিসেবে নিয়োগ করা হয়েছে। এই দু’জন হলেন রাজ্য ক্যাডারের দুই মহিলা আধিকারিক সঙ্ঘমিত্রা ঘোষ ও স্মারকি মহাপাত্র। সঙ্ঘমিত্রাকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ও স্মারকিকে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ করেছে নবান্ন। কমিশনের ফুল বেঞ্চ আসার আগে এই দুই আইএএস আধিকারিককে কমিশনে নিয়োগ করে প্রশাসন এই বার্তাই দিতে চাইল যে রাজ্য প্রশাসনও স্বচ্ছতার সঙ্গেই নির্বাচন করতে চাইছে।

গত কয়েকদিন ধরেই রাজ্যে একাধিক জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে, বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। তাই এই নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে করতে একাধিক কড়া পদক্ষেপ করতে পারে কমিশন। সেই কারণেই সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ২ দিনের সফরে রাজ্যে আসছেন সুনীল অরোরা। তার আগে দিল্লিতে রাজ্যের শীর্ষ দুই আমলার যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *