সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ নভেম্বর: এক ডাম্পারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোতুলপুরের লালবাজার পাটপুর এলাকায়। শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতের নাম রমজান খান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে মৃতদেহটি থানায় নিয়ে যায়। কোতুলপুর থানার পাটপুর লালবাজার এলাকায় বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের কাজ চলছে। এই রেলপথ উঁচু করার জন্য বেশ কিছু ডাম্পার দিনরাত মাটি ফেলার কাজ করে চলেছে। শনিবার রাতে পার্শ্ববর্তী জয়রামবাটি এলাকায় ব্যবসার কাজ সেরে মোটরসাইকেল চড়ে গড়বেতা থানার ভেদুয়া গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন রমজান খান। তখনই ঘটে দুর্ঘটনা। মাটি বোঝাই একটি ডাম্পারের নিচে পড়ে যান রমজান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাম্পারের পিছনের চাকায় পিষ্ট হয়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই দুর্ঘটনার জন্য ডাম্পারটিকেই দায়ী করেন। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান এলাকার লোকজন। কোতুলপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও মৃতদেহটি থানায় নিয়ে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠায় পুলিশ।