CRPF, Goaltore, ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে প্রাণ গেল সুনীল কুমার মণ্ডল নামে এক জওয়ানের, শোকের ছায়া গোয়ালতোড়ে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: শনিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ছোট নাগরা এলাকায় মাওবাদী বিরোধী অভিযান চালানোর সময় কর্তব্যরত অবস্থায় সুনীল কুমার মণ্ডল নামে এক জওয়ানের মৃত্যু হয়।

জানাগেছে, একটি আইইডি বিস্ফোরণে ঐ জওয়ানের মৃত্যু হয়। মৃত জওয়ান সুনীল মন্ডল সিআরপিএফ- এর ১৯৩নং ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। সিআরপিএফ তার সাহসী সৈনিককে তার অদম্য সাহস, বীরত্ব এবং মাতৃভূমির প্রতি নিষ্ঠার জন্য স্যালুট জানায়।

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মৃত জওয়ান সুনীল মন্ডলের বসতবাড়িতে আজ তার মৃতদেহ নিয়ে আসে সিআরপিএফ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবার এবং গ্রামে নেমে এসেছে শোকের ছায়া

আমরা সবসময় আমাদের সাহসী মানুষটির পরিবারের পাশে আছি বলে জানান এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *