আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ মার্চ: অ্যামোনিয়া গ্যাস লিক করে আতঙ্ক ছড়ালো নৈহাটির রাজেন্দ্রপুরে। ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরীর কারখানা। সোমবার সকালে হঠাৎ করেই দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। এলাকাবাসীদের দাবি, বরফ তৈরীর কারখানায় গ্যাসের পাইপে ছিদ্র হয়ে যায়, আর তা থেকেই অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। তার ফলে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশপাশের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। ঘটনার জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় শিবদাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ঘটনা নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত বেশ কয়েক বছর ধরেই এই কারখানায় বরফ তৈরি হচ্ছে, কিন্তু কোনবার এমন ঘটনা ঘটেনি। কেন হঠাৎ করে এমন ঘটনা ঘটলো তা প্রশাসনিক পর্যায়ে খতিয়ে দেখা উচিত।
গ্যাস লিক করার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে যান বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, দীর্ঘ দিনের এই কারখানা সেখানে রক্ষণাবেক্ষণ ঠিক করে হয়েছে কি না সেই কাগজপত্র দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রসাশন।