আমাদের ভারত, নদিয়া, ৩১ ডিসেম্বর: বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তির জমির জাল দলিল তৈরি করে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো এক সাইবার ক্যাফের মালিকের বিরুদ্ধে। ঘটনায় মঙ্গলবার আনুমানিক বেলা দেড়টা নাগাদ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জমিতে বর্তমানে বসবাসকারী পরিবার।
সূত্রের খবর, শান্তিপুরের সূত্রগড় কারিগর পাড়ার বাসিন্দা এক ব্যক্তি গত ২৪ বছর ধরে যে জায়গায় বসবাস করছেন তা সম্প্রতি বিক্রি হয়ে গেছে বলে জানতে পারেন। অভিযোগ, ওই ব্যক্তি যে জায়গায় বসবাস করছেন তার মালিক দীর্ঘদিন আগে বাংলাদেশে চলে গেছেন। কিন্তু সম্প্রতি সেই ব্যক্তির সম্পত্তি বিক্রি হয়েছে। অভিযোগ, জাল দলিল তৈরি করে তা বিক্রি করা হয়েছে। আর এর পরই স্থানীয় এক সাইবার ক্যাফের মালিক এই জাল দলিল তৈরি করেছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।