পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: বাঙালির দিপুদা’র দিঘা বরাবরই সকলের প্রিয় ডেস্টিনেশন। পর্যটন শহর দিঘায় বছরের প্রাক্কালে একগুচ্ছ নিয়ম ও নির্দেশিকা চালু হলো হোটেলের জন্য। পর্যটকদের জন্য আরো সহজ, সরল ও সুন্দর পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর দিঘা- শংকরপুর উন্নয়ন পর্ষদ সহ দিঘা হোটেল অ্যাসোসিয়েশনগুলিও। নতুন বছরে ডিএসডিএ (DSDA) এবং অল হোটেলার্স অ্যাসোসিয়েশন (All Hoteliers Association)- এর যৌথ আলোচনায় নতুন নিয়ম চালু হলো।
সৈকত নগরী দিঘায় ডিএসডিএ এবং অল হোটেলার্স অ্যাসোসিয়েশন- এর যৌথ আলোচনা হয় ২৭ ডিসেম্বর। আলোচনায় হোটেল এবং পর্যটকের জন্য বিভিন্ন নিয়ম চালু করা হয়। সেই সমস্ত নিয়ম গুলি হলো-
১) ১.১.২০২৩ থেকে আজ পর্যন্ত TCAC রেজিস্টার অনুযায়ী দিতে হবে, ২০২২ সাল বাদ দেওয়া হয়েছে।
২) এখন থেকে স্বাগত পোর্টালের মাধ্যমে TCAC এর টাকা জমা দিতে হবে। রেজিস্টার অনুযায়ী টাকা না দিলে জন প্রতি ৫,০০০/- টাকা করে জরিমানা দিতে হবে।
৩) হোটেলের বর্জ্য রাস্তা, নালা- নর্দমায় ফেললে ১০,০০০/- টাকা জরিমানা ও আইনী পদক্ষেপ নেয়া হবে।
৪) DSDA থেকে ২টি করে ডাস্টবিন দেওয়া হবে, একটিতে তরল বর্জ্য ও অপরটিতে কঠিন বর্জ্য রাখতে হবে, এবং প্রতিদিন DSDA- এর বর্জ্যবাহী গাড়িতে ফেলতে হবে। গাড়ি না এলে নিম্ন লিখিত ফোন নম্বর – এ অভিযোগ করবেন।
৫) DSDA Complain no – 75012 95001 only what’s up করা যাবে।
হোটেলের মালিকের তরফ থেকে জানানো হয়, আমরা সকল নিয়ম ভালো করে পালন করছি। নতুন বছরে আরো ঝাঁ চকচকে হয়ে উঠবে দিঘা সমুদ্র সৈকত।