সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ মার্চ: খেলার মাঠে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিষ্ণুপুর শহরের নেতাজি নগরে এই ঘটনা ঘটে। মৃত শিশুর নাম প্রিয়ম প্রামাণিক (৬)। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। আটক করা হয়েছে গাড়িটি। ধৃতরা হলেন, অভিনন্দন মুখোপাধ্যায় ও চন্দন রায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের নেতাজি নগর কলোনিতে তারামা খেলার মাঠে বিকেলে খেলা করছিল একদল শিশু। খেলার মাঠের একপাশে দাঁড়িয়েছিল একটি চার চাকা গাড়ি। গাড়িটি স্টার্ট না হওয়ায় সেটিকে ঠেলে দেওয়ার জন্য মাঠে খেলারত কয়েকজন যুবককে ডাকেন চন্দন রায়। ওই যুবকরা ঠেলার পরেই গাড়িটি স্টার্ট হয়ে যায়। এসময় হঠাৎ করেই গাড়ির স্টিয়ারিংয়ে বসে থাকা চন্দন রায় দ্রুতগতিতে মাঠের মাঝখানে গাড়ি নিয়ে চলে আসেন। সেখানে কয়েকজন ছোট ছেলে খেলা করছিল। গাড়িটি প্রিয়ম প্রামাণিক নামের বছর ছয়েকের শিশুটিকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি স্থানীয়রা তাকে নিয়ে যায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।