fire, crackers, monkeys, Maliara, মালিয়ারায় বাঁদর তাড়াতে ব্যবহৃত পটকার আগুন ছিটকে ভস্মীভূত খড়ের পালুই

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ মার্চ: বাঁদরের তাড়াতে ব্যবহৃত পটকার আগুনে ভষ্মীভূত হয়ে গেল খড়ের পালুই। আজ দুপুরে বড়জোড়া থানার মালিয়াড়া গ্রামে এই ঘটনা ঘটে। মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের পাশেই প্রশান্ত কর্মকারের বাড়ি। তিনি বলেন, এবছর বর্ষা ভালো হয়নি। কোনো রকমে কিছুটা জমি চাষ করেছিলাম। তাতে যে ধান হয়েছিল তার খড় গৃহপালিত গরু, মোষের খাবারের জন্য পালুই দিয়ে খামারে রাখা ছিল। সব শেষ হয়ে গেল বলে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন।

পঞ্চায়েতের উপ প্রধান শান্তনু তেওয়ারি বলেন, আমি তখন অফিসে বসে কাজ করছিলাম। এলাকায় বন্য বাঁদরের উৎপাত ভীষণ বেড়েছে। সবজি বাগানের ক্ষতি তো করছেই যখন তখন বাড়িতেও চলে আসছে। মালিয়াড়ার অনেকেই জখম হয়েছেন বাঁদরের আঁচড় ও কামড় খেয়ে। তিনি বলেন, অফিসে বসেই শুনতে পাচ্ছিলাম একদল বাঁদর সবজি ক্ষেতে নেমেছে। তাদের তাড়ানোর জন্য অনেকে টিন বাজাচ্ছেন। পটকাও ফাটাচ্ছিল। সম্ভবত পটকার ছিটকে আসা আগুনের ফুলকি এসে খড়ের গাদায় পড়ে।

শান্তনুবাবু বলেন, আমিই প্রথম লক্ষ্য করি প্রশান্ত কর্মকারের খড়ের পালুই থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে বড়জোড়ার দমকল কেন্দ্রে ফোন করি। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *