আশিস মণ্ডল, রামপুরহাট, ২৯ জানুয়ারি: বেসরকারি হোটেলের ঘরের মধ্যে থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম রতন আগরওয়াল (৪৭)। বাড়ি রামপুরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধোবা পাড়া।
হোটেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৪ জানুয়ারি রামপুরহাট ভাঁড়শালা মোড়ের একটি হোটেলে ঘর ভাড়া নেন রতন আগরওয়াল। রবিবার সকালে হোটেলের কর্মী রতনের ঘরের দরজা ধাক্কা দিতেই খুলে যায়। দেখে কাপড় ছিঁড়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন ভাইয়ের মধ্যে রতন ছিলেন ছোট। দুই ভাই রামপুরহাটে থাকেন। কিন্তু ব্যবসার জন্য রতন থাকতেন কলকাতায়। তিন মেয়ের বিয়ে দিয়ে স্বামী স্ত্রী মিলে বসবাস করছিলেন কলকাতাতেই। কিছু দিন ধরে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে রামপুরহাট পালিয়ে আসেন। নিজের বাড়িতে না গিয়ে ভাঁড়শালা পাড়ার বেসরকারি হোটেলে ওঠেন। হোটেলের কর্মী মাধব মণ্ডল বলেন, “ব্যবসার কাজের জন্য এসেছিলেন বলে ঘর ভাড়া নেন। প্রতিদিন আমি খাবার পৌঁছে দিতাম। সেই মতো শনিবার রাতে খাবারের জন্য অর্ডার নিতে গিয়েছিলাম। কিন্তু রাতে কিছু খাননি। রবিবার সকালে চা খাওয়ার জন্য ডাকতে গিয়ে দরজা ধাক্কা দিতেই খুলে যায়। তখনই দেখতে পাই সিলিং ফ্যানে মৃতদেহ ঝুলছে।”