পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের নীতি, সিপিআই (এম) এবং বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে শালবনী বিধানসভার অন্তর্গত গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনা রোডে আগামী ৪ ঠা ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করার লক্ষ্যে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কো অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি, এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা সভাপতি সুজয় হাজরা, ব্লক সভাপতি চিন্ময় সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতারা প্রত্যেকে বক্তৃতায় বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে চলতে হবে এবং আগামী ৪ ঠা ফেব্রুয়ারি জনসভা সফল করতে সর্বস্তরের বেশি সংখ্যক মানুষ নিয়ে যেতে হবে।