সরস্বতী পুজো উপলক্ষে নজরগঞ্জ তরুণ সংঘ ক্লাবের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জানুয়ারি: আজ রবিবার সকালে নজরগঞ্জ তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে ৩৩ তম বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান এবং ৫ম বর্ষ স্বর্গীয় ললিত মোহন মাঝির স্মৃতির উদ্দেশ্যে তিন মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নজরগঞ্জ আমতলাঘাট শীতলা মন্দির সংলগ্ন মাঠে।

আজকের এই দৌড় প্রতিযোগিতায় ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল অ্যাকাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোল‌ই, বিশিষ্ট ক্রীড়াবীদ ইতি বর্মন, সমাজসেবী বরুন বিকাশ দে, গড়বেতা কলেজের অধ্যাপক কৃষ্ণেন্দু প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সম্পাদক অক্ষয় পাল এবং ক্লাবের মহিলা সভানেত্রী শীলা মাইতি।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে সৌগত মাহাতো সময় নিয়েছে ১৭মিনিট ৫৭ সেকেন্ড, দ্বিতীয় সুনীল মাহাতো সময় নিয়েছে ১৯ মিনিট ৪৩ সেকেন্ড, তৃতীয় রহিত বেহেড়া সময় নিয়েছে ১৯ মিনিট ৫৯ সেকেন্ড। এছাড়াও মোট প্রথম ২০ জন স্থানাধিকারীকে মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *