পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: দুই মেদিনীপুরের বন্যা পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত হওয়ায় আজ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। বন্যা কবলিত এলাকার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়ে তারা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিলি করার পাশাপাশি অসুস্থ ও আর্ত মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসছেন।
পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর জেলায় বন্যা দুর্গত মানুষকে সাহায্য করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬টি দল এই মুহূর্তে কাজ করছে বলে জানিয়েছেন এনডিআরএফ- এর ইন্সপেক্টর জাহির আব্বাস।