Rani Shiromani, Shalbani, শালবনির কুতুরিয়া জুনিয়র হাই স্কুলে রানি শিরোমণির প্রয়াণ দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: শালবনির কুতুরিয়া জুনিয়র হাই স্কুলে বৃহস্পতিবার পালিত হলো রানি শিরোমণির প্রয়াণ দিবস। ১৮১২ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর (বাংলার ২রা আশ্বিন) তাঁর মৃত্যু হয়। বাংলার তারিখ অনুসারে এই দিনে বিদ্যালয় প্রাঙ্গনে তাই এই অনুষ্ঠানের আয়োজন।

পরাধীন ভারতবর্ষে প্রথম বন্দিনী হন রানি শিরোমণি। বিদ্যালয়ে স্থাপিত রানির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে রানির প্রতি শ্রদ্ধা জানানো হয়। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে সীমান্তবর্তী বাংলায় ইংরেজ বিরোধী গণ কৃষক আন্দোলনে (ইংরেজদের দেওয়া নামে ‘চূয়াড় বিদ্রোহ’) নেতৃত্ব দেন এই বীরাঙ্গনা রানি। মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিদ্রোহ চরম আকার ধারণ করলে ১৭৯৯ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল রানি শিরোমণিকে জরুরি ভিত্তিতে বন্দি করে ইংরেজ শাসক। তাঁর প্রয়াণের দিনটিকে স্মরণ করে কুতুরিয়া জুনিয়র হাই স্কুল ও কুতুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর পক্ষ থেকে রানি শিরোমণির প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

ইংরেজ বিরোধীতার ক্ষেত্রে রানির কীর্তি-কাহিনীর কথা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনের তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের চারাগাছ দেওয়া হয়। এছাড়া কিছু দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দিনটি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *