পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০
সেপ্টেম্বর: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুক্রবার থেকেই ঝাড়খন্ড-বাংলা সীমান্ত সিল করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ডিভিসি অনবরত জল ছাড়ায় রাজ্যের দক্ষিণবঙ্গের হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির খানাকুল ও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও হাওড়া জেলার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনের সময় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই বন্যাকে ম্যান মেড বলে উল্লেখ করে ডিভিসিকে কাঠগড়ায় তোলেন। ডিভিসির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন।
ডিভিসির পাশাপাশি ঝাড়খণ্ডের তেনুঘাট ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়ায় দক্ষিণবঙ্গের চারটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ডিভিসির পাশাপাশি ঝাড়খন্ড সরকারের ওপরও প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিন দিনের জন্য বাংলা সীমান্ত সিল করার হুঁশিয়ার দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই শুক্রবার কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কের চিচিড়া চেকপোষ্ট বন্ধ করে বাংলা- ঝাড়খন্ড বর্ডার সিল করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ফলে জাতীয় সড়কের দু’পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঝাড়খন্ড ও ঝাড়খণ্ডের দিক থেকে আসা কয়েকশো পণ্যবোঝাই লরি।
সীমান্ত সিল করায় শুক্রবার ঝাড়গ্রাম থেকে খড়্গপুর পর্যন্ত পরিবহনের ব্যবস্থা স্তব্ধ হয়েছে। সমস্যায় পড়ছেন লরির খালাসি ও চালকরা। জল ও খাবারের সমস্যায় পড়তে হচ্ছে তাদের।