injured, Nandakumar, পারিবারিক অশান্তির জের, জামাইয়ের কাটারির আঘাতে আহত শাশুড়ি সহ ৫, চাঞ্চল্য নন্দকুমারে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ জুলাই:পারিবারিক অশান্তির জেরে জামাইয়ের কাটারির আঘাতে আহত শাশুড়ি, মেয়ে ও তাদের সন্তান সহ একই পরিবারের ৫ জন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নামালক্ষ্যা এলাকায়।

জানা গিয়েছে দীর্ঘদিন ধরে মেয়ে- জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। প্রায় সময় গন্ডগোল হতো তাদের মধ্যে। জামাই মেয়েকে বার বার মারধর করায় শ্বশুরবাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে চলে আসে। পরবর্তীকালে সেখানেই ঘর জমাই হয়ে আসে শেখ আপন।

আজ সকাল থেকে গন্ডগোলের সূত্রপাত। বাড়ির বড় ছেলে ওড়িশা যাবে বলে তৈরী হচ্ছিল, কিন্তু জামাই চাইছিল ছেলে বাড়িতেই থাকুক। বাইরে গিয়ে কাজ করতে হবে না। কিন্তু মেয়ের মত কাজ না করলে সংসার চলবে কী করে? এই নিয়েই গন্ডগোল হয়। তারপরেই জামাই মদ খেয়ে কাটারি নিয়ে বেরোয় প্রতিবাদ করতে। প্রথমে স্ত্রীকে আঘাত করে, তারপরেই নিজের শাশুড়িকে আঘাত করে এইভাবে পরপর পাঁচজনকে আহত করে। আহতরা গুরুতর অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি।

শেখ আপনের স্ত্রী এবং বাড়ির আরো অন্যান্য লোকজন চাইছে ওর উপযুক্ত শাস্তি হোক। শাস্তি না হলে আবারও একই ঘটনা ঘটাবে। নন্দকুমার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ওই ব্যক্তিকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *