আমাদের ভারত, আরামবাগ, ৩০ জুলাই: হুগলি জেলার আরামবাগ শহরের একটি সিনেমা হলে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে। ঘটনাটি ঘটেছে বসন্তপুর সংলগ্ন এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ দমকল বিভাগের একটি ইঞ্জিন ও পুলিশ। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের কর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে জানাগেছে। তবে আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে ওই মার্কেটের দোতলার সিনেমা হলের ভেতরে আগুন লাগল তার তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ।
সিনেমা হলের ভেতরে থাকা এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন লাগার কারণে এসি, প্লাইউড সহ কাঠের সামগ্ৰী, সিনেমা হলের ভেতরে থাকা বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। এমনিতেই ওই মার্কেটটি জনবহুল। বলা যেতে পারে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মার্কেট সহ আশপাশের ব্যবসায়ীরা।