সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ জুলাই: খাল সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির রক্তে ভেজা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোতুলপুর থানার অন্তর্গত গোপীনাথপুর এলাকায়।গতকাল রাতে কোতুলপুর থানার পুলিশ মড়ার সংলগ্ন খালে এক মধ্যবয়স্ক ব্যক্তির রক্তে ভেজা মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি গোপীনাথপুরের শালুক গেদে গ্রামের বাসিন্দা ইলিয়াস গায়েন (৬২)। মৃতের পরিবারের পক্ষ থেকে তার প্রতিবেশীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গেছে।
নিহতের পরিবারের দাবি, ইলিয়াস গায়েনকে তার প্রতিবেশীরা ধারালো ছুরি ও রড দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কী কারণে মৃত্যু তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।
কোতুলপুর থানার আইসি জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী আব্দুল হামিদ গায়েন সহ পাঁচজনের নামে অভিযোগ করা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।