সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ মার্চ: গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির বড়সড় ছক বানচাল করে দিল উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশ। রবিবার গভীর রাতে পুলিশি অভিযানে গোবরডাঙ্গার বেলিনি ব্রিজ এলাকা থেকে দফায় দফায় মোট তিনজন ডাকাতকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত নানা জিনিস। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, রাজেশ নায়েক, কাজী মোহাম্মদ নবাব, রবীন দে। ধৃত তিনজন খড়দহ ও সোদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে তারা জানতে পারে, গোবরডাঙ্গা থানা এলাকায় বড়সড় অপরাধের ছক কষা হয়েছে। সতর্ক হয়ে যায় গোবরডাঙ্গা থানার পুলিশ। গোবরডাঙ্গার বেলিনি ব্রিজ এলাকায় মোটর বাইকে সাত-আট জনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশর গাড়ি দেখে কয়েকজন পালিয়ে যায়। বাকি তিন জনকে আটক করে। তল্লাশি চালাতেই এক জনের কাছ থেকে মেলে ধারালো অস্ত্র। তারপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ধৃতদের সোমবার বারাসত আদালতে তোলা হয়। বাকি চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে গোবরডাঙ্গা থানার পুলিশ।