Taslima, Shamik, কলকাতায় তাঁকে ফেরানোর দাবি সংসদে, শমীককে কৃতজ্ঞতা তসলিমার

আমাদের ভারত, ১৭ মার্চ: “পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন বলে তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।” সোমবার সামাজিক মাধ্যমে বিজেপি-র রাজ্যসভার সাংসদ শমীককে উদ্দেশ্য করে এই মন্তব্য লিখলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমাকে কলকাতায় সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য এদিন রাজ্যসভায় দাবি জানান সাংসদ তথা দলের রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। এর পর তসলিমা লিখেছেন, “রাজ্যসভার সাংসদ কমিউনিস্ট পার্টির গুরুদাস দাশগুপ্ত ২০০৭ সালে আমাকে নিয়ে প্রথম কথা বলেছিলেন ভারতের সংসদে। আমি তখন সবে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার দ্বারা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত। বাংলার টানে, প্রাণের টানে যে শহরে বসবাস শুরু করেছিলাম, সেই শহর থেকে কখনও যে বিতাড়িত হতে হবে, কল্পনাও করিনি।

শ্রদ্ধেয় গুরুদাস দাশগুপ্ত প্রতিবাদ করেছিলেন। তিনি দাবি জানিয়েছিলেন, আমাকে যেন পশ্চিমবঙ্গে ফিরতে দেওয়া হয়। তারপর দীর্ঘ বছর কোনও রাজনীতিক আমার কলকাতায় ফেরা নিয়ে কোনও কথা বলেননি। মাঝখানে আকাশ আট টিভি চ্যানেল থেকে সম্প্রচার হতে যাচ্ছিল ‘দুঃসহবাস’ নামে আমার লেখা যে মেগাসিরিয়ালটি, সেটির সম্প্রচার বর্তমান সরকার বন্ধ করে দেয়।

আজ, ১৮ বছর পর রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির শমীক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানালেন সংসদে। জানি না, কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কি না, তবে তিনি যে আমার কথা মনে করেছেন, মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি, বাংলায় লেখালেখি চালিয়ে যেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন, এর জন্য তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *