আমাদের ভারত,২৪ মার্চ: করোনা মহামারীকে আটকাতে এবার চুড়ান্ত সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আজ রাত ১২টা থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ দিন এই লক ডাউন থাকবে।
একে লকডাউন না বলে কারফিউ জারির মতো কঠোর বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বারবার এই ২১ দিন গোটা দেশের মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করেছেন তিনি। মোদী বলেছেন এই ২১ দিন না মানেন দেশ ও আপনার পরিবার ২১ বছর পিছিয়ে যাবে।
তিনি বলেন, “আমি নরেন্দ্র মোদী নয় আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে অনুরোধ করছি। ২১ দিন ঘরে থাকুন। এই করোনা ভাইরাস মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, এই মহামারীতে দেশের মারাত্মক অর্থিক ক্ষতি হবে। কিন্তু দেশবাসীকে আগে প্রানে বাঁচতে হবে। আর তার জন্যই এই ১৪ এপ্রিল পর্যন্ত লক ডাউনের সিদ্ধান্ত।
এই ২১ দিন বাড়ির বাইরে বেরোলে প্রশাসনকে ব্যবস্থা নিতেও বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, আজকের এই পরিস্থিতিকে যারা গুরুত্ব দিচ্ছেন না, তারা দায়িত্বজ্ঞানহীনের মত বেপরোয়া কাজকর্ম করছেন। আর তার পরিণাম গোটা দেশকে ভুগতে হবে। তিনি বোঝান, সোশ্যাল ডিসটেন্স শুধু করোনা আক্রান্তদের জন্যই নয়, এটা সবার জন্য। এমনকি খোদ প্রধানমন্ত্রীর জন্যেও।
তিনি বলেন, করোনা এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে সমস্ত প্রচেষ্টা বিফলে যাচ্ছে সমস্ত উন্নত দেশে। যে সমস্ত দেশগুলি এই করোনা মোকাবিলায় সাফল্য পেয়েছে, তারা সকলেই তিন থেকে চার সপ্তাহ লক ডাউন করেছে। সেখানকার দেশবাসীও সরকারের সেই নির্দেশ একেবারে অন্ধভাবে অনুকরণ করেছে।
তবে এই লক ডাউনের জরুরী পরিষেবা এবং অত্যাবশ্যকীয় পণ্যের ছাড় পাবে বলে জানান তিনি। করোনা ভাইরাসের সাইকেল ভাঙতে গেলে কমপক্ষে ২১ দিন লক ডাউন করতে হবে।
মোদী জোর দিয়ে বলেছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। করোনার কোনো রকম উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন তিনি। মোদী বলেন, “দেশের আজকের পরিস্থিতিতে লক ডাউনের এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরী ছিল। মোদী বলেছেন প্রান থাকলে সব থাকবে। এটা ধৈর্য ও অনুশাসনের পরীক্ষা। আমাদের ধর্ম পালন করতে হবে।”