হাওড়ায় প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই রাস্তায় মানুষ

আমাদের ভারত, হাওড়া, ২৪ মার্চ: সোমবার বিকেল ৫ টা থেকে রাজ্যে লক ডাউন শুরু হলেও উলুবেড়িয়ার মানুষের মধ্যে কোন ভ্রুক্ষেপ দেখা গেল না। সোমবার সন্ধ্যে থেকে পুলিশ রাস্তায় নেমে সাধারণ মানুষকে বোঝাতে শুরু করলেও মানুষের মধ্যে তার যে কোন প্রভাব পড়েনি মঙ্গলবার সকাল থেকেই সেই চিত্র সামনে ফুটে উঠল।

যদিও সাধারণ মানুষকে বাগে আনতে এদিন উলুবেড়িয়ার একাধিক জায়গায় পুলিশকে বলপ্রয়োগ করতে হয়।মঙ্গলবার সকাল থেকেই আর পাঁচটা দিনের মত উলুবেড়িয়া শহরের বিভিন্ন বাজারের পাশাপাশি দোকানেও মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিন অবশ্য রাস্তায় যানবাহন অনেকটাই কম লক্ষ্য করা যায়। তবে এদিন লকডাউন কার্যকরি করতে পুলিশ প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এদিন সকাল থেকেই পুলিশ রাস্তায় টহল দেওয়ার পাশাপাশি জমায়েত হঠিয়ে দেয়। পুলিশ প্রশাসন সূত্রে খবর, আগামী ৩১ মার্চ পর্যন্ত এই অভিযান চালানো হবে। তবে যদি কোন নাগরিক প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে এদিন উলুবেড়িয়া ছাড়াও বাগনান, শ্যামপুর, আমতা, উদয়নারায়ণপুর সহ একাধিক জায়গায় একই চিত্র ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *