পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: বাংলায় রাজ্যের তহবিল থেকে আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল যুব তৃণমূলের। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রকোনা রোড শহরে বাইক মিছিল করলো যুব তৃণমূলের কর্মী সমর্থকরা।
এদিন এই বাইক মিছিলে কয়েকশো যুব তৃণমূলের কর্মী সমর্থক চন্দ্রকোনারোড সহ শহরের আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস নায়েক সহ অন্যান্য যুব তৃণমূলের কর্মী সমর্থকরা।