পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলিতে মাণিকপাড়া বিবেকানন্দ এগ্রিকালচারাল ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এলাকার দুঃস্থ মানুষের জন্য এই শিবির। অভিজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। এই শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের আয়োজকদের অভিনন্দন জানান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি।