আমাদের ভারত, হলদিয়া, ১৭ ডিসেম্বর: হলদিয়ায় তৃণমূলের শ্রমিক ভবনের অফিস দখল করল যুব তৃণমূল। এই ঘটনাকে ঘিরে অশান্ত হলদিয়া। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার পর থেকেই অশান্ত হয়ে ওঠে হলদিয়া। হলদিয়ার চিরঞ্জীবপুরে তৃণমূলের শ্রমিক ভবনের অফিসের দখল নিল যুব তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের সদস্যরা তৃণমূলের শ্রমিক ভবনের অফিস ঘরে ঘরে থাকা শুভেন্দু অধিকারীর ফটো টেনে নামিয়ে ভাঙ্গচুর করে। এমনকি শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সঙ্গে থাকা ছবিও নষ্ট করে দিয়েছে যুব তৃণমূলের কর্মীরা। শুভেন্দু অধিকারীর ছবির জায়গায় টাঙানো হয়েছে অভিষেক ব্যানার্জির ছবি। এই অফিস ঘরের দখল নিয়ে অশান্ত হয়ে ওঠে হলদিয়ার চিরঞ্জীবপুর এলাকা।
এতদিন এই তৃণমূল শ্রমিক ভবনের দখল ছিল শুভেন্দু অনুগামী বলে চিহ্নিত হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদকের হাতে। আজ শুভেন্দু অধিকারী তৃণমূল দল ছাড়ার পরে এই অফিসের দখল নেয় যুব তৃণমূল কর্মীরা। যারা বর্তমানে শুভেন্দুর বিপরীত গোষ্ঠীর লোকজন। বর্তমানে যারা অভিষেক ব্যানার্জির গোষ্ঠীর লোক বলে হলদিয়ায় পরিচিত।
ভাঙ্গচুরের ঘটনায় যুব তৃণমূল কংগ্রেসের লোকেরাই জড়িত একথা সরাসরি না উল্লেখ করে হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক জানিয়েছেন, এটা দুষ্কৃতীদের কাজ। অফিসে থাকা শ্রমিকদের টাকা খোয়া গিয়েছে, অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। পুলিশকে জানানো হয়েছে। উপরমহলে জানানো হয়েছে। দলীয় ভাবেও তদন্ত হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ গোষ্ঠীর বলে পরিচিত এবং হলদিয়া শহর তৃণমূলের সহ সভাপতি দেবপ্রসাদ মন্ডল অবশ্য এই ঘটনায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, এটা দীর্ঘদিনের বঞ্চিত শ্রমিকদের একাংশের ক্ষোভের বহিপ্রকাশ। তবে তিনি সবটাই জানেন না খোঁজখবর নিয়ে দেখবেন। এই দখলদারির পরে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষায় হলদিয়ার মানুষ।