আমাদের ভারত, হাওড়া, ১৭ ডিসেম্বর: করোনা আক্রান্ত হয়ে দুইমাস গৃহবন্দী থাকার পর গত কয়েকদিন ধরে দলীয় কার্যক্রমে অংশ নিতে কোমর বেঁধে ময়দানে নামলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়া উত্তর বিধানসভায় তুলসীবেড়িয়ায় চায়ে পে চচায় এবং গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি একটি পথসভায় অংশ নেন তিনি।
এদিনের পথসভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বলে ছিলেন আমার মা আর বাংলার জনগণ ছাড়া আমার আর কেউ নেই। অথচ এই ১০ বছরে তাঁর অনেক ভাই, ভাইপো, চেলা চামুন্ডা তৈরী হয়ে গেছে যারা বাংলাকে লুটেপুটে খাচ্ছে। জয় বলেন, নরেন্দ্র মোদী ৬ বছর সরকার চালাচ্ছেন। এই কয়বছরে ওঁনার মা ছাড়া আর কাউকে কেউ দেখেনি এমনকি কোনও ভাইপো ভাইঝিকেও কেউ দেখেনি।
এদিন নরেন্দ্র মোদীর সততা নিয়ে জয় দাবি করেন নরেন্দ্র মোদীর কাছে তাঁর এক ভাইঝি চাকরির আবদার করলেও তিনি তাঁকে পরীক্ষা দিয়ে সকলের মত আবেদন করতে বলেছিলেন। জয় বলেন বাংলায় বিজেপির ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। আর এই সময়টুকুর মধ্যে আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি এই বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য লড়াই করে যাব। এদিনের এই পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রমেশ সাধুখাঁ সহ অন্যান্যরা।