প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী! চাকরি না পেয়ে পথে নেমে বিক্ষোভ যুবশ্রীর

রাজেন রায়, কলকাতা, ১ ডিসেম্বর: মঙ্গলবার থেকেই দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পান, মঙ্গলবার থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে তা নিয়ে সক্রিয় হয়েছে রাজ্য প্রশাসন। কিন্তু রাজ্যের যুব সম্প্রদায় ভাতা চায় না, তারা চায় সম্মানের চাকরির মাধ্যমে খেটে উপার্জন। কিন্তু মুখ্যমন্ত্রী একাধিক ভাতা চালু করলেও চাকরির ব্যবস্থা করেননি। তাই দুয়ারে দুয়ারে কর্মসূচির প্রথম দিনেই পাল্টা কলকাতার রাস্তায় বিক্ষোভ মিছিল করলেন পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার সকালে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত তাঁরা মিছিল করেন।

এদিন অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে যুবশ্রী ভাতা প্রাপকদের একটি সংগঠনের তরফে কলকাতায় মিছিল করা হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, ২০১৩ সালে যুবশ্রী প্রকল্প চালুর সময় ভাতার পাশাপাশি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর দীর্ঘ ৭ বছর কাটলেও চাকরির প্রতিশ্রুতি মেটেনি। মাসিক মাত্র ১,৫০০ টাকা ভাতায় পরিবারের পাশে দাঁড়ানোও সম্ভব নয়। চাকরির প্রতিশ্রুতি পূরণ না করে তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে যুবশ্রীদের চাকরির নিয়োগপত্র দেওয়ার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড সহ মিছিল করেন তারা।

এদিন বিক্ষোভকারীদের হাতে ছিল নানা রকম প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, ভাতা নয় চাকরি চাই। থালায় আলু ও চাল নিয়ে হাজির ছিলেন অনেকে। থালায় লেখা ছিল ‘দিদি দুটো ভাত দিন’। এমনকী চাকরি না পেলে ২০২১ সালে তাঁর ভোট দেবেন না বলেও হুঁশিয়ারি দেন। তবে সরকার তাদের কথা শুনছে কিনা, তা হয়তো বোঝা যাবে আগামী বিধানসভা নির্বাচনের আগেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *