আমাদের ভারত, বারুইপুর, ৩ মার্চ: মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম দীপঙ্কর মন্ডল (৪০)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত শিখরবালি এলাকায়। মঙ্গলবার ভোরে পরিবারের লোকেরা দেখেন বাড়ির পাশের বাগানে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন দীপঙ্কর। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানাগেছে, এক বছর আগে চাকরি হারিয়েছেন দীপঙ্কর। তার পর থেকে ঠিকাদারের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের কাজ করতেন। কিন্তু প্রতিদিন কাজ মিলত না। তার জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।