লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–নিজস্ব ভাবনা চিন্তা কে প্রাধান্য দিন, দেখবেন তাতে আপনার ভালো হবে।কর্মসূত্রে বাইরে থাকার জন্য দুর্ভাগ্যবশত ভগ্নীর বিবাহের অনুপস্থিত থাকতে হতে পারে। আর্থিক ক্ষেত্রসমূহ শুভ, কন্ট্রাক্টরি লাইনে যারা আছেন তাদের ব্যবসায় বৃদ্ধি পাবে নতুন নতুন টেন্ডার ধরতে সক্ষম হবেন। শিক্ষাক্ষেত্র শুভ।
বৃষ :–দেশ-কাল-পাত্র নিয়ে নানা চিন্তায় রাতে ঘুম ভালো নাও হতে পারে। যারা বাইরের রাজ্যে আছে তারা নিজেদেরকে মানসিকভাবে নিরাপত্তার অভাব বোধ করতে পারেন। বাড়িতে থাকা বয়স্ক পিতা মাতার জন্য দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। আর্থিক দিক শুভ।
মিথুন :–বেকারত্ব কাটাতে মিউচুয়াল ফান্ড বা ব্রোকার হাউস এর সঙ্গে কাজ করতে পারেন। ধীরে ধীরে আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে। ডিম্যাট অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। প্রেম প্রীতি শুভ, দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে চারহাত এক জায়গায় হবে। শিক্ষাক্ষেত্র মোটামুটি শুভ বলা যায়।
কর্কট :–সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রয় করে কোন মঠ মিশন কে দান করতে পারেন। যে কোন কাজের ক্ষেত্র লঘু করে দেখবেন না। সন্তানের কৃতকর্মে মানসিক কষ্ট পেতে পারেন। ব্যবসায়ী কাগজপত্র সঠিক ভাবে গুছিয়ে রাখার চেষ্টা করুন কোন কর্মচারীর দ্বারা কাগজপত্র নষ্ট হতে পারে। নিজের বাড়িতে ছোট তাঁত কল বসিয়ে ব্যবসা শুরু করতে পারেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ পড়াশোনায় মনোযোগ থাকবে।
সিংহ :–প্লাস্টিকের পুতি চুড়ি ফুল বিভিন্ন জিনিস দিয়ে গৃহ সাজানো বস্তু তৈরি করে বাজারজাত করতে পারেন,পাড়া-প্রতিবেশী মহিলাদের এইসব কাজে নিযুক্ত করে নিজের ও অপরের অন্নসংস্থানের ব্যবস্থা করতে পারেন। আপনার কর্মোদ্যম সকলের কাছে প্রশংসিত হবে। আর্থিক ক্ষেত্রে শুভ। ছাত্র ছাত্রীরা একটু মনস্থির করতে পারলেই পরীক্ষা ক্ষেত্রে খুব ভাল।
কন্যা :–বৈষয়িক চিন্তা ভাবনা আপনার মানসিক চঞ্চলতা সৃষ্টি করবে, আইনি জটিলতা কাটিয়ে উঠতে বেশ কষ্ট হবে, আদালতের ঝামেলা মিটিয়ে নিলে আখেরে আপনি লাভবান হবেন। আপনার ব্যবসায়িক কর্ম ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারে, নানা সমস্যা শ্যাওলার মতো জড়িয়ে ধরবে। অর্থনৈতিক চাপ থাকবে। ছাত্র ছাত্রীরা কোন ব্যাপারে মাথা গরম না করে একটু মনস্থির করলেই পরীক্ষা ভালো হবে।
তুলা :–দীর্ঘদিন কাজ করা কোম্পানি কে ছেড়ে দিয়ে নতুন কোম্পানিতে যোগদান করতে পারেন, পদমর্যাদা ও আর্থিক দিক এর উন্নতি থাকবে। কবি লেখক শিল্পী বা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত বুদ্ধিজীবীরা তাদের বক্তব্য বা লেখা সামাজিকভাবে আলোড়ন সৃষ্টি করতে পারে। যারা প্রযুক্তিবিদ্যা নিয়ে পাশ করেছেন তারা সামরিক বাহিনীর চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন।
বৃশ্চিক :–রাজনৈতিক নেতা হিসেবে তৈরি করার প্রয়াস সাফল্য পেতে পারে। সমাজে ব্যক্তি সংযোগ ঘটাতে বা সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতে সক্ষম হবেন।সরকারি টেন্ডার ধরে ঠিকাদারি কাজ করে লাভবান হবেন, প্রোমোটারের ব্যবসাও খুব ভালো চলবে। বিদেশে পড়াশোনা করবার জন্য পাসপোর্ট ভিসা প্রভৃতি তৈরীর প্রস্তুতি নিতে পারেন।
ধনু :–মানসিক ও অর্থনৈতিক চাপ নিয়েও নিজের কর্মদক্ষতাকে অগ্রাধিকার দিয়ে সকলের সুনাম ও প্রশংসা লাভ করবেন, অর্থনৈতিক দিক ধীরে হলেও স্থিতাবস্থায় আসবে। জনগণের কাজ করার মানসিকতা লক্ষণীয় ভাবেই প্রকাশ পাবে। নিজেকে ধীরে ধীরে জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলার চেষ্টায় সফল হবেন। পুলিশ বা প্রশাসনিক বিভাগে চাকুরী পেতে পারেন।
মকর :–আশ্বাস পেলে ও তার বাস্তব রূপ না হওয়ায় কর্ম ক্ষেত্রে বেতন বৈষম্যের জন্য মানসিক চঞ্চলতা হতে পারে। ব্যাংক স্কুল এবং পোস্ট অফিসের কর্মীদের ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। যারা দূর সমুদ্রে মৎস্য সংগ্রহে যান তারা আশাতীত মৎস্য সংগ্রহ করতে সক্ষম হবেন এবং লাভবান হবেন। প্রযুক্তি পাস করা ছাত্র ছাত্রীরা চাকুরীর ট্রেনিং স্কুলে ভর্তি হতে পারেন।
কুম্ভ :–গুপ্ত শত্রুর প্ররোচনার ফাঁদে পা দেবেন না, আপনাকে ফাঁসিয়ে অপদস্ত করতে পারে। চাকুরী ক্ষেত্রে সুনাম অর্জন করবেন। জাতিকারা সাবধান বিধর্মীর প্রেমের ফাঁদে পা দিয়ে নিজেকে সমূহ ক্ষতির সম্মুখীন করতে পারেন পারিবারিক অশান্তি তৈরি হবে।
মীন :–প্রেম প্রীতি ভালো কিন্তু নিজেকে একদম সস্তা করে তুলবেন না। জাতিকারা সাবধান হবেন, মিষ্টি কথায় ভুলিয়ে আপনার সর্বনাশ করতে পারে। কন্ট্রাক্টরি ব্যবসা বা মাছের ভেড়ির ব্যবসা ভালো লাভবান হবেন। সামরিক বাহিনীতে চাকুরী পেতে পারেন। ছাত্র-ছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্সের জন্য আরো ভালো প্রস্তুতি নিন।