সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকারের দায়িত্বহীন ভূমিকায় যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হওয়ায় রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে আজ মাচানতলা মোড়ে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা যুব মোর্চা। আজ সকালে শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় যুবমোর্চার সদস্য সমর্থকরা এই ঘটনার প্রতিবাদে মুখর হয়ে ওঠেন।
গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে অযোগ্যদের সঙ্গে চাকরিচ্যুত হলেন যোগ্য শিক্ষকরাও। আদালতের নির্দেশ মতো অযোগ্য শিক্ষকদের তালিকা রাজ্য সরকার দাখিল না করাতেই যোগ্য শিক্ষকদের চাকরি খোয়াতে হলো এই অভিমত ব্যক্ত করেন বিধায়ক নিলাদ্রী দানা, যুবমোর্চার সভাপতি সুদর্শন দে, সম্পাদক সোমনাথ দাস প্রমুখ বক্তব্য রাখেন। বিজেপি যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে বলে জানিয়ে সুদর্শন দে বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে যে সব ব্যক্তি জড়িত তাদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি এই দুর্নীতির ফল ভোগ করতে হবে রাজ্য সরকারকে এটা নিশ্চিত বলে তিনি মন্তব্য করেন।