Drug, Bjp হাজিনগরে জনবহুল এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত যুবক, সমালোচনায় অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ এপ্রিল: জনবহুল এলাকায় মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় চললো দুষ্কৃতী তাণ্ডব ও বাড়ি ভাঙ্গচুর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল নৈহাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাজিনগর এলাকায়। ঘটনায় আহত এক।

সূত্রের খবর, স্থানীয় কিছু দুষ্কৃতী রয়েছে যারা এলাকায় মদ, গাঁজা, চরসের মত নেশার দ্রব্যের ব্যবসা করছে। সেই ব্যবসার প্রতিবাদ করায় এলাকার যুবককে ব্যাপক মারাধর করার অভিযোগ উঠল স্থানীয় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরেই কারিগর পাড়ায় রমরমিয়ে চলছে মাদক বিক্রির কারবার। ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস দেখায় না। তবে ভয় উপেক্ষা করেই পাড়ায় মাদক বিক্রির প্রতিবাদ জানায় স্থানীয় যুবক আবদুল কাদির। অভিযোগ, সোমবার রাতে রাস্তার মোড়ে প্রতিবাদী যুবক আবদুল কাদিরকে পাকড়াও করে বেধড়ক মারধর করে মাদক বিক্রেতাদের দলবল। এমনকি পিস্তলের বাট দিয়ে কাদিরের মাথায় আঘাত করা হয়। বেদম প্রহারে সংজ্ঞাহীন হয়ে পড়েন প্রতিবাদী কাদির।

এই ঘটনায়, অর্জুন সিং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের তত্ত্বাবধানে এই এলাকায় মাদক দ্রব্যের ব্যবসা, তোলাবাজি, গুন্ডামি চলছে। এখানে হিরোইন বিক্রি করা তৃণমূলের ফান্ড যোগানোর একটা রাস্তা। আর পুলিশ মন্ত্রী পার্থ ভৌমিকের ভয়ে কোনও পদক্ষেপ নিতে পারে না।”

অপরদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের দাবি, এই বিষয়ে আমার কিছু জানা নেই খবর নিয়ে দেখছি পুলিশ ব্যবস্থা নেবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *